• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

শোকাবহ আগস্ট উপলক্ষে রংপুরে বৃক্ষরোপন ও আলোচনা সভা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

শোকের মাস আগস্ট উপলক্ষে রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক দু:স্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপন ও চারাগাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক দু:স্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি আতিকুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবীর, হালিমুল হক হালিম, চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, সমাজকর্মী মিজানুর রহমান তুহিন, চন্দনপাট ইউনিয়ন আ’লীগের সভাপতি লারু, সাধারন সম্পাদক নুরে কাওসার বকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিন্নাত হোসেন লাভলু, সুমন সরকার, সোহেল রানা সনি, সদর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল সাকিব, বেরোবি ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন প্রমুখ। এদিকে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদ।

এর আগে শাহাবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে, বৃক্ষ রোপন ও পাঁচ শতাধিক চারা বিতরন এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড: রেজাউল করিম রাজু। পরে আলোচনা সভায় তিনি বলেন, “৭৫’ এর ঘাতকেরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে।“

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। বাংলার মানুষের মুক্তিই ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।“ তিনি বলেন “আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।“