• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

দিনাজপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা ও এডিস মশার বংশ বিস্তার রোধে সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম। কর্মসূচিতে অংশ নেন ডিসি কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. রুহুল আমিন মিঞা, অ্যাডিশনাল ডিসি মো. জয়নুল আবেদীন, অ্যাডিশনাল ডিসি ( শিক্ষা ও আইসিটি ) আবু সালেহ মো. মাহফুজুল আলম, দিনাজপুরের সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ, আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মজিদসহ ডিসি কার্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী, আনসার ভিডিপির সদস্য, জেলা রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ডেঙ্গু রোধে সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি এক সঙ্গে পালন করা হবে। বসতবাড়ি, অফিস, হাসপাতাল, ক্লিনিক, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও মিল-কারখানাসহ সব ভবনের ভেতরের অংশ, আঙিনা ও ছাদ নিজ অবস্থান থেকে পরিষ্কার করতে হবে।

বক্তব্যের পর রেল স্টেশন ও বাস টার্মিনাল, হাট-বাজার, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো পরিষ্কার করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।