• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

গাইবান্ধায় বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় ‍আহত হয়েছেন পুলিশের দু্ই সদস্য।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাটাখালি বাঁধে এ ঘটনা ঘটে। নিহত চিনু মিয়া উপজেলার দরবস্ত ইউপির বিশ্বনাথ গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, চিনুকে গ্রেফতার করার পর তার সহযোগী ও স্বজনরা আসামিকে ছিনিয়ে নেয়। তারা চিনুকে নিয়ে  চর এলাকার দিকে পালিয়ে যাচ্ছিল। তাৎক্ষণিক পুলিশ আবার চিনু ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য অবস্থান নেয়। গ্রেফতারের সম্ভাবনা দেখে হঠাৎ চিনুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে চিনু গুলিবিদ্ধ হয়। তখন তার সহযোগীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে চিনুর মরদেহসহ অস্ত্র ও গুলি উদ্ধার হয়। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, নিহত আসামির বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে।