• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দেবেন কৃষক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দেবেন আবেদ আলী শেখ নামে এক কৃষক।

আবেদ উপজেলার মাইলবাড়ীয়া ঢাকাপাড়া গ্রামেরু আব্দুল হেকিম উদ্দীন শেখের ছেলে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে কোরবানি দিচ্ছেন বলে জানান এই কৃষক।

আবেদ আলী বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার দেয়া প্রকল্প একটি বাড়ি একটি খামার থেকে ২০ হাজার টাকা লোন নেই। সে টাকা থেকে ১৭ হাজার ১০০ টাকা দিয়ে একটি গাভী কিনি। আর তখনই নিয়ত করি যদি পাঁচটি বাছুর হয় তাহলে গাভীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেব। পরবর্তীতে গাভী থেকে পাঁচটি বাছুর হয়েছে। সেগুলো থেকে আবার চারটি বাছুর হয়ে বর্তমানে ৯টি গরু রয়েছে।

তিনি আরো বলেন, সরকারের কাছে চাওয়া-পাওয়ার কিছুই নেই। শুধু চাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনা তারই কন্যা হিসেবে যেন তা বাস্তবায়ন করতে পারেন।