• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সাদ পন্থী ইজতেমা বন্ধে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভারতের মাওলানা সাদ পন্থী তাবলীগ জামায়াতের তিন দিনের জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার তৌহিদী জনতা। 

মঙ্গলবার দুপুরে রানীশংকৈল উপজেলার শিবদিঘি মোড়ে তারা এই কর্মসূচী পালন করেন। সমাবেশে বক্তারা বলেন, ওই জেলা ইজতেমা বন্ধ কারা জন্য এর আগে প্রশাসনের নিকট স্মরকলিপি দেয়া হয়। তারপরও কার্যক্রম বন্ধ করা না হলেও তৌহিদী জনতা রক্ত দিয়ে হলেও এর মোকাবেলা করবে।  

এ দিকে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদপন্থীরা আগামী ২২, ২৩ এবং ২৪ আগষ্ট তিন দিনের জেলা ইজতেমা করার ঘোষনা দিয়ে প্যান্ডেল তৈরী করা সহ অন্যান্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ইজতেমা নিয়ে দু’পক্ষই এখন মুখোমুখি অবস্থানে। এক পক্ষ ইজতেমার কাজ চালিয়ে যাচ্ছেন অপর পক্ষ তা প্রতিহত করতে মাঠে নেমেছেন। তবে সংঘর্ষ এড়াতে তৎপর রয়েছেন পুলিশ।