• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে শিশু সহিংসতা প্রতিরোধে সংলাপ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

শিশু সহিংসতা প্রতিরোধে সংবাদিকদের সাথে সংলাপ হয়েছে ঠাকুরগাঁওয়ে।

বুধবার প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ইয়্যুথ ফোরাম, কেন্দ্রীয় শিশু ফোরামের আয়োজনে ওয়াল্ড ভিশন ঠাকুরগাঁও এপির সহযোগিতায় আয়োজিত সংলাপে ইয়্যুথ ফোরামের সভাপতি তুষার আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কমকর্তা জবেদ আলী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি ফারজানা আক্তার মুন্নি, সাংবাদিক আব্দুল লতিফ, খোদা বকশ্ ডাবলু, মজিবর রহমান খাঁন প্রমুখ।

সংলাপ অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশ নেন। পরে শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সুপারিশমালা উপস্থাপন করা হয়।