• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সম্পাদকের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করে পুলিশ সুপারের সাথে সাক্ষাত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ ২ জনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ করে কর্মরত সাংবাদকর্মীরা ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম)’র সাথে সাক্ষাত করেছেন। 

বুধবার দুপুরে গ্রেফতারকৃত সন্ত্রাসী আবু সাঈদ বাপ্পির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার আইনে মামলার আওতায় এনে ঘটনার ইন্ধনদাতা খুজে বের করে তাকেও আইনের আওতায় এনে বিচার দাবি করেন সাংবাদিকরা। 

এ সময় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সাংবাদিকদের প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম, নির্বাহী সদস্য ফজলে ইমাম বুলবুলসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, গত ১৭ আগষ্ট দুপুরে বাজারপাড়াস্থ নিজ বাড়ির সামনে অতর্কিত হামলার শিকার হন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। এ সময় তার বন্ধু সাদেকুল ইসলামও গুরুতর আহত হন। পরে হামলাকারী বাপ্পিকে পুলিশ গ্রেফতার করে।