• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: ডিসি সাজ্জাদ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, একজন নারী চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি স্বামী-সন্তান-সংসারের মূল দায়িত্ব পালন করেন। তাই নারীদের বাদ দিয়ে দেশে উন্নয়ন সম্ভব নয়।

বৃহস্পতিবার সকালে পিরোজপুর শহরের ওয়ার্ল্ড ভিশন চত্বরে নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও কাপড় বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

ডিসি বলেন, প্রত্যেক নারী একেকজন সুনাগরিক। উন্নয়নের প্রতিটি ধাপে নারীদের অবদানের সুযোগ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সেবাস্টিন আরেং, প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়, পংকজ কাপালি, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মজনু তালুকদার প্রমুখ।