• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

`বাংলাদেশকে সোনার দেশ করতে সর্বপ্রথম মাদক মুক্ত থাকতে হবে`

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯  

বাংলাদেশের মানুষের মনে মুজিবের আদর্শ আছে বলেই, দেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। অনান্য দেশ গুলো শিক্ষা নিচ্ছে বাংলাদেশকে দেখে। যে বাংলাদেশ নাম বিশ্ব মানচিত্রে ছোট পরিসরে ছিল, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়ন নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশে সমচালিত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে তার বাবার আদর্শ বিরাজমান। তাই আমি  বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ যার মধ্যে আছে, সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না।  

২৯ আগস্ট বৃহস্পতিবার দিনাজপুর  রামনগর  মদিনা মসজিদ মোড়ে বেলা ১১ টায় মুরুব্বী সংস্থা (লাল ঘর) এর উদ্দ্যেগে ও দিনাজপুর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এর সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বঙ্গবন্ধুর ঘাতকদের ধিক্কার জানিয়ে বলেন, বাংলাদেশ কে সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টির কারনেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। গাছ মানুষের প্রকুত বন্ধু আমরা সবাই গাছ কে ভালোবাসবো। তাই শুধু গাছ লাগালেই হবে না গাছের যত্ন নিতে হবে। মাদকের বিরুদ্ধে আপনারা যে অভিযান চালাচ্ছেন তা ধরে রাখতে হবে। আপনারা সবাই মনে রাখবেন আপনাদের সকলের উদ্দ্যেশে বলছি, বাংলাদেশ কে সোনার দেশ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে  মাদক মুক্ত থাকতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় মুখপাত্র ও সিনিয়র সাধারণ সম্পাদক, জাতীয় পদক প্রাপ্ত শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল। প্রধান আলোচক  দিনাজপুর জেলা সমিতির যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশীদ রাজা, মুরুব্বী সংস্থা (লাল ঘর) এর সভাপতি আলহাজ¦ মোঃ সাদেক মিয়া সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদস্য কবি বেলাল হোসেনসহ মুরুব্বী সংস্থার সদস্য বৃন্দ ।