• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

মাদক-জঙ্গিবাদ-নারী নির্যাতন নির্মূলে ফুটবল টুর্নামেন্ট

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতন নির্মূলে গাজীপুরের প্রতিটি থানার পাড়া-মহল্লায় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলার কালিগঞ্জে ফুটবল টুর্নামেন্ট চলছে। 

পুলিশের দেয়া তথ্যানুযায়ী, কালীগঞ্জের সাতটি ইউপি ও একটি পৌরসভায় ৭২টি ওয়ার্ড রয়েছে। এরইমধ্যে প্রতিটি ইউপি বা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ইউপি ও পৌরসভায় বিজয়ীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের জন্য অংশ নেবে। আর উপজেলা পর্যায়ের বিজয়ীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা পর্যায়ে। জেলার শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হবে গাজীপুর জেলা পুলিশের মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতন বিরোধী ফুটবল টুর্নামেন্ট। 

কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান জানান, মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতন সমাজের ব্যাধি। এসব ব্যাধি দূরীকরণে যুব সমাজকে নিয়ে কাজ করতে হবে। গাজীপুরের এসপি ও কালীগঞ্জ থানার ওসির এ সিদ্ধান্ত সময়োপযোগী। ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে যুবসমাজ মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হবে। 

কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, সামাজিক ব্যাধি রোধে পুলিশ সব সময় কাজ করছে। তবে ব্যাধি দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। তাই এসপি মহোদয় এ উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশেই সামাজিক আন্দোলনে সহযোগিতা করছি। প্রতিটি খেলা শুরুর আগে থানা পুলিশের পক্ষ থেকে মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করানো হচ্ছে।