• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরের ১৩ পৌর কাউন্সিলরের সংবাদ সম্মেলন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ১৩ পৌর কাউন্সিলর।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল লিখিত বক্তব্যে বলেন, প্রায় ৪ হাজার অটোরিকশার নিবন্ধন আনুমানিক এক কোটি ষাট লাখ টাকা আদায় করা হয়েছে। যার সঠিক কোনো হিসাব নেই। বিভিন্ন শাখায় মাস্টাররোল কর্মচারী না থাকা সত্ত্বেও বেতন-ভাতা তোলা হয়। রোলার ভাড়া থেকে অনেক টাকার দুর্নীতি হয়েছে। বিল বোর্টের ভাড়া থেকে ব্যাপক দুর্নীতি হয়েছে। স্টেশনারি মালামাল ক্রয় থেকে শুরু করে কোটেশনের ক্রয়কৃত মালামালের সীমাহীন দুর্নীতি হয়েছে

আবু তৈয়ব আলী দুলাল আরো বলেন, পৌরসভার কর্মচারীদের বেতন সিট যাচাই করার পর মাস্টাররোলের বিভিন্ন বিভাগের ২৪ জন কর্মচারী চলতি জুলাই মাস থেকে বেতন-বোনাস তুলতে আসেননি। আবার অনেকের নাম থাকলেও কোনো কাজ না করে মাসে একদিন অফিসে এসে বেতন তুলতেন। ছুটির দিনেও মাস্টাররোলের কর্মচারীদের বেতন তোলা হয়। অদক্ষ কর্মচারী নিয়োগ দেয়ায় প্রায় সময় পানির পাম্প, টিউবওয়েল মিস্ত্রি ও অন্যান্য যানবাহন নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। অথচ পৌরসভার যানবাহন বিকল হলেও তা নিয়ে মেয়রের মাথা ব্যথা নেই। এক মাস ধরে ট্যাংকার নষ্ট হয়ে পড়ে আছে। মানুষ টাকা দিয়েও বাড়ির ট্যাংক পরিষ্কার করাতে পারছেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল মুক্তি বাবু, মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, কাজী আকবর হোসেন অরেঞ্জ, আশরাফুল আলম রমজান, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মাজতুরা বেগম পুতুল ও মাকসুদা পারভীন মিনা।

কাউন্সিলরদের তোলা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, এসব অভিযোগ সত্য নয়। এর আগেও আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছিল, যা দুদকের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন নতুন করে এসব অভিযোগ তোলা রাজনৈতিক ষড়যন্ত্র।