• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নবাবগঞ্জ উপজেলায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের নবাবগঞ্জে একটি হত্যা মামলার ঘটনায় আহত রোগীদের ভুল চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নিহতের ছেলে দিনাজপুর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নবাবগঞ্জ উপজেলার হরিপুর (সোনাঝুড়ি) গ্রামের জামাল উদ্দিন মারা যান। গুরুতর আহত হন নিহতের বোন সোনাবানু, ফুফাতো ভাই রহিজাল এবং মোগল। ঘটনায় ২৬ জুলাই নিহতের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোনাবানুর মাথায় ৬ টি সেলাই, রাহিজালের মাথায় ৫ টি এবং ঘাড়ে ৩ টি সেলাই এবং মোঘলের মাথায় ৪ টি ও পিঠে ৪ টি সেলাই দেওয়া হয়েছে।

অথচ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সোলায়মান হোসেন মেহেদী এককভাবে গুরতর আহত তিনজনকে জখমের সনদ না দিয়ে জখমের ধরন সিম্পল উল্লেখ করে  সনদ দিয়েছেন। এতে আসামীরা জামিনে সুবিধা পেয়েছে। জামিনে এসে আসামীরা মামলার বাদী ও স্বাক্ষীদের হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় মামলার প্রধান স্বাক্ষী মো. মুসামদ্দিন  মামলার আসামী ইছার  উদ্দিন, মো. পরান, মো. আব্দুল মান্নান ও তার ভাই হান্নানের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় জিডি করেছেন। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, জিডির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।