• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাসুল (সা.) বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম বলেছেন, রাসুল (সা.) বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন। তিনি মানুষের শান্তির জন্য ঈমান প্রতিষ্ঠিত করার কাজ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সীরাতুন নবী (সা.) উদযাপন উপলক্ষে জেলা ইমাম ওলামা কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশের চেহারাই বদলে দিয়েছেন। তার নেতৃত্বে জঙ্গি দমনে সাফল্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ইতিহাসের বিরল ঘটনা। দেশের তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আমরা রাজনীতি করি জনগণের জন্য। তাই জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ মো. আবু তাহের, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুর রাজ্জাক মিয়া প্রমুখ।