• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুতের আলোতে আলোকিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত গ্রাম

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এই লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের রনগাঁও ও ভাদুরিয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত গ্রামকে বিদ্যুতের আলোতে আলোকিত করতে, ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪২টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন (৩১ আগস্ট) করা হয়েছে।  

উদ্বোধন অনুষ্ঠানে সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-১ ( বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের প্রতিনিধি, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মোঃ শামীম ফিরোজ আলম। বিশেষ অতিথি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল হক। সুজালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র রায়, সুজালপুর ইউপি সদস্য প্রদীপ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা নিপেন রায় ও সাংবাদিক সহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরগঞ্জ পৌর বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ। বিদ্যুতায়নের উদ্বোধন শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত গ্রামবাসীদের উদ্যোগে একটি দলীয় নৃত্য পরিবেশিত হয়।