• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

অন্ধ মায়ের হারানো সন্তান ফিরিয়ে দিলেন ওসি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

খুলনার দর্শনার দৃষ্টি প্রতিবন্ধী সেলিনা আক্তারের সাত বছরের শিশু হযরত আলী ওরফে আজিম। বেশ কয়েক বছর আগে সেলিনাকে রেখে ভিক্ষুক স্বামী মো. জসিম খুলনায় অন্যত্র বিয়ে করেন। সেই সঙ্গে নিয়ে যান শিশু আজিমকে।  ইচ্ছে থাকলেও সুযোগ হয়নি লেখাপড়ার। নাম উঠেছে টোকাইয়ের খাতায়। সৎ মায়ের সংসারের অনাদরে কাটতো জীবন। সহ্য করতে হতো নির্যাতনের খড়গ।

সেই নির্যাতন সহ্য করতে না পেরে গত শনিবার ভোরে খুলনা থেকে রূপসার ট্রেনে অজানার উদ্যেশ্যে রওনা দেয় আজিম। প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে এক সময় নেমে পড়ে দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে। স্টেশনের পাশের দোকানে কাঁদতে থাকে আজিম। বিষয়টি দেখতে পেয়ে বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামানকে খবর দেয় স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি মনিরুজ্জামান। থানায় নিয়ে যান আজিমকে। আজিমের ইচ্ছেমতো খাবারের ব্যবস্থা করেন। এরপর আজিমের কাছে জানতে চান বাড়ির ঠিকানা। আজিম পুলিশকে জানায়, সে বাবা নয় মা সেলিনার কাছে ফিরতে চায়। 

আজিমের ইচ্ছে মতো দর্শনার শান্তিপাড়ায় গিয়ে সেলিনা আক্তারকে খুঁজে বের করে পুলিশ। সোমবার রাতে বিরামপুর থানা পুলিশের একটি দল আজিমকে তার মা সেলিনা আক্তারের কাছে বুঝিয়ে দেয়। দীর্ঘদিন পর সন্তান ও মায়ের মিলনে আনন্দ অশ্রুতে ভরে শান্তিপাড়ার সেলিনা বাড়ি। 

ওসি মো. মনিরুজ্জামান জানান, ছোট্ট আজিমকে তিনি নিজের সন্তানের মতোই রেখেছিলেন। আজিমের মাকে খুঁজে বের করতে পুলিশের একটি টিমকে নিযুক্ত করেছিলেন। সঠিকভাবে ঠিকানা বলতে না পারায় আজিমের মাকে খুঁজে পেতে পুলিশের বেশ বেগ পেতে হয়। দুই দিনের চেষ্টায় আজিমের মাকে খুঁজে পায় পুলিশ।