• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

নারীপক্ষের আহ্বানে দেশব্যাপী ক্রমাগত নারী ও শিশুর উপর যৌন নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন এএফএডি’র নির্বাহী প্রদান সাঈদা ইয়াসমিন, সলিডারিটির প্রকল্প পরিচালক মোর্শেদ বদরুন্নেছা বীথি,আরডিআরএস বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুল মমিন হোসেন প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বেসরকারি সংগঠন নারীপক্ষ, আরডিআরএস বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিডিএইচ, ব্রাক, এএফএডি, গ্লোবাল ফান্ড, টিআইবি, কুড়িগ্রাম প্রেসক্লাব, মহিলা বিষয়ক অধিদপ্তর, সলিডারিটি, বিএফটিডব্লিউ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি’র প্রতিনিধিরা অংশগ্রহন করেন।