• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে মহিলাদের ফেস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামে মহিলাদের ফেস্টুলা রোগ বিষয়ক অবহিতকরণ সভা মঙ্গলবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ভিত্তিক বেসরকারি সংস্থা ল্যাম্ব এর উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নুরন্নবী বুলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, প্রোগ্রাম ম্যানেজার শৈলাস চন্দ্র বাক্সে, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য, টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, প্রোগ্রাম এসিসটেন্স সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, পল্লী চিকিৎসক ও ধর্মীয় নেতারা অংশগ্রহন করেন।

বিলম্বিত প্রসব এবং সিজারিয়ানের ফলে মায়েদের ফেস্টুলা রোগে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। এই রোগীরা বিষয়টি গোপন রাখার ফলে বেশিরভাগ সময় সংসার ভেঙে যায়। এজন্য রোগীদের সনাক্ত করে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। ইতিমধ্যে ল্যাম্ব থেকে কুড়িগ্রাম জেলায় ৭৯জন ফেস্টুলা রোগীকে বিনামূূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।