• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩টি প্রতিষ্ঠানের নিকট হতে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল আলম সুমন এ ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন। এ সময় উপজেলা ভোক্তা অধিকারের কর্মকর্তারা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের একটি ফোর্স সাথে ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন  জানান, মোড়লজী সুপার মার্কেটের নাসিম হোটেলকে অস্বাস্থ্যকর খাবার বিক্রয়ের দায়ে ২ হাজার টাকা, পাশের একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্যের জন্য ২ হাজার টাকা এবং মাছ বাজারের পার্শ্বে মেইন রোডের মেসার্স কবির এন্ট্রারপ্রাইজের সার ও কীটনাশক দোকানকে বস্তায় ওজনে কম সার এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। তাছাড়া পরবর্তীতে এমন কাজ যেন না করেন সেজন্য সতর্ক করা হয়েছে। আগামীতে এমন অভিযান অব্যাহত রাখবেন জানান তিনি।