• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে সীডস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামে নারী, শিশু ও যুবকদের উন্নয়নে মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমীন, উলিপুরের ইউএনও মো: আব্দুল কাদের, ইএসডিও’র উপদেষ্টা আবু আযম নুর, সীডস প্রকল্পের ফোকাল পারসন সন্তোষ কুমার তিগ্যা, প্রকল্প ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।

বেসরকারী সংগঠন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ’র অর্থায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সীডস প্রকল্পের কার্যকম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলার ৯টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করবে।