• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, ট্রেইনার জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের’ মাধ্যমে দেশের শিক্ষিত বেকার তরুণ সমাজকে অর্থনৈতিক উন্নয়নের স্রোত ধারায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

মাসব্যাপী প্রতিটি প্রশিক্ষণ ব্যাচে ২৫জন করে উদ্যোক্তা অংশগ্রহন করবেন। কুড়িগ্রাম জেলায় মোট ৩৮৫জন উদ্যোক্তাকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। মোট ১৫টি ব্যাচে পনের মাস ধরে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।