• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

মুজিববর্ষ উপলক্ষে রংপুরে দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ উদ্বোধন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

মুজিব বর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের বৈদ্যুতিক কর্ম-পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে।

দুপুর ১২ টায় বিদ্যুৎ বিভাগ থেকে দেশব্যাপী কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক এলাহী।  এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসসহ অন্যান্য কর্মকর্তা।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার রায়, নেসকো লি: এর পরিচালক আবুল কাসেম, নেসকো লি: এর নির্বাহী পরিচালক অর্থ ও প্রশাসন সৈয়দ গোলাম আমীন, নেসকো লি: রংপুরের প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার, নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। মুজিব বর্ষ উপলক্ষে রংপুরের বৈদ্যুতিক কর্ম-পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় রংপুরের ৩০ জনকে ২ মাসের প্রশিক্ষণ দেয়া হবে।