• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নিজ দুই সন্তানকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে ২ শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যার অভিযোগে মা নুরবানু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার স্বামী সেলিম বাদি হয়ে তার স্ত্রীকে আসামী করে রুহিয়া থানায় মামলা দায়ের করে। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমরি রায় এ তথ্য নিশ্চিত করেন। 
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি প্রদীপ কুমার রায় জানান, সদর উপজেলার ঘনিমষেপুর গ্রামে শ্বাশুড়ীর সাথে ঝগড়ার জেরে গত বৃহস্পতিবার সকালে তার দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার ছোট ছেলে নুর জামাল বাড়িতেই মারা যায়। বড় মেয়ে শাম্মী আক্তারের মুখে বিষ দেওয়ায় চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে। এর পর প্রতিবেশিরা ওই গৃহবধুসহ ৩জনকেই উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

জরুরী বিভাগের চিকিৎসক দেড় বছর বয়সের নুর জামালকে মৃত ঘোষনা করে। ওই দিন বিকাল ৪টায় বড় মেয়ে শাম্মী  আকতার মৃত্যুর কোলে ঢলে পরে। এ ঘটনায় শুক্রবার ওই গৃহবধুর স্বামী সেলিম বাদি হয়ে তার স্ত্রীকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মৃত ওই দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত করেছে। 

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, ওই গৃহবধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে পুলিশি নজরদারীতে রাখা হয়েছে।