• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে আনসার ও ভিডিপির আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আনসার ভিডিপি’র  কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে হলরুমে জেলা আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর এর আয়োজনে বিভিন্ন কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ এর পরিচালক এ কে এম জিয়াউল আলম। 

দিনাজপুর জেলা আনসার ভিডিপি’র  জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল মোত্তালেব ও ইবনুল হক। মতবিনিময় সভায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষন কোর্সে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে অটো মেকানিক্স, ইলেটিক্যাল, রেফ্রিজারেটর, ওয়েল্ডিং, কম্পিউটার অফিস এ্যাপলিকেশন, দলনেতা প্রশিক্ষন এবং অস্ত্রসহ ভিডিপি মৌলিম প্রশিক্ষন সহ মোট ৭টি স্তরে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এ সকল প্রশিক্ষনে একজন সুদক্ষ প্রশিক্ষনার্থী গড়ে উঠে দেশের বিভিন্ন স্তরে কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ পাওয়া যাবে।

আমাদের এ সকল প্রশিক্ষনের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে নারীদের ড্রাইভিং প্রশিক্ষনের ব্যবস্থা প্রদান করা হয়। এই ড্রাইভিং প্রশিক্ষনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে দক্ষ নারী ড্রাইভার তৈরী করা হয়। এসকল দক্ষ নারী ড্রাইভার দেশ ও বিদেশে চাকুরীসহ বিভিন্ন কর্মস্থলে যোগদান করেছে। আমি আশাবাদি এখানে যারা প্রশিক্ষনার্থী রয়েছেন সবাই মনোযোগ দিয়ে প্রশিক্ষন সম্পন্ন করে নিজেকে একজন দক্ষ ও পারদর্শিক ব্যক্তি হিসেবে বহিঃপ্রকাশ করবে। মত বিনিময় সভা শেষে প্রশিক্ষনার্থীদের বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি।