• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

দেশে সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে হবে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ কথা উল্ল্যেখ করে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আমাদের মহান ঐতিহ্য। দেশে বিদ্যমান সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

৬  সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুর শহরের গুঞ্জবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের আয়োজনে শ্রীশ্রী রাধাষ্টমী উদ্যাপন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বম্ভর দয়াময় দাস এর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় দিনাজপুর ইস্কন এর অধস্রিমা শ্রীমান বিক্রমী রাম দাস ও দিনাজপুর ইস্কন এর ইসকন ইয়ুথ ফোরামের পরিচালক শ্রীরাম রাধা পতি কৃষ্ণ দাস।

ধর্মীয় আলোচনা সভায় গুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, রাষ্ট্রীয় স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক এমপি এম. আব্দুর রহিম এর ৩য় মৃত্যুবার্ষিকী ও এমপি মনোরঞ্জন শীল গোপালের পিতা স্বর্গীয় দীনেশচন্দ্র শীল এর আত্মার শান্তির জন্য প্রার্থনা এবং ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করেন এমপি গোপাল।