• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ফুলবাড়ীতে আদবিাসী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা বেসিক ও ফুলবাড়ী আদিবাসী যুব সমবায় সমিতি লিঃ এর সহযোগিতায় ফুলবাড়ী আদিবাসী স্টুডেন্টস ইউনিয়ন এর আয়োজনে গতকাল শুক্রবার সকাল এগার ঘটিকায় রাবিয়া কমিউনিটি সেন্টারে আদিবাসী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব উইলসন কিস্কু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব সুভাষ হেম্ব্রম, সহ সভাপতি জনাব ফুলজানসিউস মুরমু, যুবনেতা জনাব সুদেব কিস্কু, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি জনাব চুন্নু টুডু, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার।

ফুলবাড়ী উপজেলায়  বিভিন্ন কলেজে অধ্যায়নরত ৪৫ জন এর মধ্যে ৩৫ জন এস.এস.সি ও ১০ জন এইচ.এস.সি ব্যাচের আদিবাসী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।  

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ও ফুলবাড়ী বি.এম কলেজ কমিটির পরিচিতি প্রদান এবং আলোচনা শেষে আদিবাসী ভাষায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব জীবন মুরমু।