• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে সুশাসন নিশ্চিত করার দাবীতে জাসদের স্মারকলিপি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে  বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, চাঁদাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, মাদকের দাপটসহ সামাজিক অনাচার-অবিচার প্রতিরোধে জাসদ জেলা কমিটির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহিদুলাহ’র নেতৃত্ব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসকের পক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জয়নুল আবেদীন স্মারকলিপি গ্রহণ করেন। 

স্মারকলীপি প্রদান করতে গিয়ে জেলা জাসদের সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী বলেন, সরকারের উদ্যোগ, প্রশাসনের ভূমিকা ও জনগণের সমর্থনে জঙ্গিবাদ, সন্ত্রাস-সহিংসতা-নাসকতা-অশান্তির রাজনীতি কোনঠাসা হয়েছে। দেশ শান্তি স্থিতিশীলতা-উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে চলছে। দেশের সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, চাঁদাবাজী, ক্ষমতার অপ ব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকের দাপটসহ সামাজিক অনাচার-অবিচার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জাসদ দেশকে এগিয়ে নিতে শাসন, প্রশাসনের সুনিশ্চিত করার দাবী জানাচ্ছে।

স্মারকলিপিতে ৪দফা দাবী উত্থাপন করা হয়। এসময় আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খায়রুল বাসার, শহর জাসদের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় নারী জোটের সভানেত্রী এলমা লতিফ শিল্পী, সুবর্ণা আক্তার, জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি মায়া দাস চৌধুরী, যুগ্ম সম্পাদক রঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন। জাসদ আশা করে রাজধানী ঢাকা ও জেলা-উপজেলাসহ সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসন অবিলম্বে উদ্যোগী হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।