• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

গোপাল এমপির পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় অতিথি সেবা সম্পন্ন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালে স্বর্গীয় পিতা দীনেশ চন্দ্র শীলের বিদেহী আত্মার সদ্গতি ও শান্তি কামনায় অতিথি সেবার আয়োজন (শ্রাদ্ধ) সম্পন্ন হয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর ষ্টেশন ক্লাবে অতিথি সেবার আয়োজন করা হয়। দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত এই অতিথি আয়োজন চলে। স্বর্গীয় পিতা দীনেশ চন্দ্র শীলের বিদেহী আত্মার সদ্গতি ও শান্তি কামনায় অতিথি সেবার আয়োজনে অতিথি আপ্যায়নে ছিলেন পুত্র মনোরঞ্জন শীল গোপাল এমপি, কন্যা মীরা রানী শীল ও পুত্রবধু গীতা রানী শীল। অভ্যর্থনায় ছিলেন অর্নব শীল দিপ্ত, স্নিগ্ধা শর্মা পিউ ও অনিক শর্মা। 

দিনাজপুর ষ্টেশন ক্লাবে অতিথি সেবার আয়োজনে দুপুর থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুর, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপি, শিবলী সাদিক এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুই, বাংলাদেশ জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল, স্বরাষ্ট্রমন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁঞা, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুসহ সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন ও শুবানুধায়ীরা ভোজন পূর্ব্বক পরলোকগতা দীনেশ চন্দ্র শীলের আত্মার শান্তি কামনা করেন।