• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

লাথিতে দোকানীর ভাইয়ের মৃত্যু, আটক-২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে পা দিয়ে লাথি মেরে মানিক চন্দ্র (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মানিক চন্দ্র দাস উপজেলার দাসপাড়া এলাকার ঝড়ুয়া চন্দ্র দাসের ছেলে।  
শনিবার রাত ৯টায় রানীশংকৈল পৌর সভার রুস্তম মার্কিটে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনোয়ার ও জিয়া নামে দুইজনকে আটক করেছে।

রানীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, রস্তম মার্কেটের ভূদেব চন্দ্র দাসের দোকান থেকে একটি মোবাইল ফোন কেনেন ওই উপজেলার সহোদর গ্রামের মৃত-আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০)। কিন্তু মোবাইলটি ঠিকমতো চার্জ না হওয়ায় শনিবার রাতে ওই দোকানে যায় সে। এ সময় দোকানের মালিক তার চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ হয়। কিন্তু আনোয়ার হোসেনের দাবি, তিনি বাসায় গিয়ে মোবাইলে চার্জ দিতে গেলে হয় না। এ নিয়ে দোকানদার ভূদেব ও ক্রেতা আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দোকান মালিকের বড় ভাই মানিক চন্দ্র দাস ঘটনাস্থলে এসে আনোয়ারকে শান্ত করার চেষ্টা করে। এ সময় আনোয়ার ক্ষিপ্ত হয়ে মানিক চন্দ্রকে লাথি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। 

পরে রংপুর নিয়ে যাওয়ার পথে রাণীশংকৈল গোগর এলাকায় গিয়ে  মৃত্যুর কোলে ঢলে পড়েন মানিক চন্দ্র দাস।
এ ঘটনায় মানিক চন্দ্রের ভাই ভুদেব চন্দ্র দাস বাদি হয়ে আনোয়ার হোসেন, জিয়া ও লিটনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে  দুইজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।