• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ভূরুঙ্গামারী পাইলট সর: প্রা: স্কুলের শতবর্ষ পালন উপলক্ষে সম্মেলন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য সচিব শাহজাহান আলী, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, সদস্য ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আবু ইব্রাহিম, সাংবাদিক আনোয়ারুল হক, এমদাদুল হক মন্টু, চৌধুরী শারমিন শামস মণি প্রমুখ।

১৯২০ সালে প্রতিষ্ঠিত ভূরুঙ্গামারী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরমধ্যে থাকছে শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ডিসপ্লে, র‌্যালি, আলোচনাসভা, স্মৃতিচারণ, সাংস্কৃকিত অনুষ্ঠানসহ নানা আয়োজন। এখন শুরু হয়েছে রেজিস্ট্রেশনের কাজ। আগামি ২০ সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনারের ভূমিকায় থাকছে কুড়িগ্রাম প্রেসক্লাব।