• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

৩৭১টি পাখিকে মুক্ত জীবন দিলেন ইউএনও

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

৩৭১টি টিয়া পাখিকে মুক্ত জীবন দিলেন ইউএনও। দীর্ঘ বন্দী জীবনের পর মুক্ত আকাশে ওড়াওড়ির স্বাদ নিল পাখিগুলো।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চাঁপাইনবাবগঞ্জ সদরের ইউএনও আলমগীর হোসেন ৪৫৭টি টিয়া পাখিসহ চারজনকে আটক করেন। আটকদের বিভিন্ন দণ্ড দিয়ে জীবিত ৩৭১টি পাখিকে খাঁচামুক্ত করে আকাশে উড়িয়ে দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন পাখি পাচারকারী আজিজুল হক ও রাজু এবং এ কাজে সহযোগিতাকারী পিকাপভ্যান চালক বাসেদ ও ইনফরমার তানভির আহম্মেদ।

আলমগীর হোসেন জানান, বন্যপ্রাণী পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বন্যপ্রাণী অধিদফতর সদর উপজেলার শিবিরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫৭টি টিয়াসহ চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪৫৭টি টিয়ার মধ্যে ৩৭১টি টিয়া অবমুক্ত করা হয় এবং বাকি ৮৬টি মারা যায়।