• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম অধ্যায়’র প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।

জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) উৎপল কুমার রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলা সভাপতি এসএম ছানালাল বকসী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

কুড়িগ্রাম জেলায় ৭৬টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দেয়া হয়।