• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে বাবা যাচ্ছেন জেলে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

অল্প বয়সে মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে দণ্ড হলো বাবার। শুক্রবার শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউপির বাড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সপ্তম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাহিদুর রহমান। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার গনপদ্দী ইউপির বাড়ইকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।

রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক ও মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রিপা আক্তারকে বিয়ে দিচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কৌশলে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, অপ্রাপ্ত বয়স্ক মাদরাসা পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী ছত্রকোনা এলাকার কোনো এক ছেলের সঙ্গে বিয়ের সব কার্যক্রম শেষ করে ফেলায় এবং বিয়ে বন্ধ করার কোনো সুযোগ না থাকায় এ দণ্ডাদেশ দেয়া হয়।

থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, শনিবার দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।