• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে এক রাতে দুইটি বাল্য বিয়ে বন্ধ, গ্রেফতার ৭

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও রাজপুর ইউনিয়নে এক রাতে ২টি বাল্য বিবাহ বন্ধ করে ৭ জনকে গ্রেফতার করেছেন সদর উপজেলা নিবার্হী অফিসার জয়শ্রী রাণী রায়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মধ্য রাতে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে বাল্য বিবাহ দেয়ার প্রস্তুতি গ্রহণ করার দায়ে কণের মামা নুর ইসলাম (৩৫) এবং পৌরসভার গোশালা বাজার এলাকার বর মনঞ্জু (২৩), বরের পিতা ছালাম (৫২) ও বরের মামাত ভাই ইমন হোসেন (২৩) কে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজপুর ইউনিয়নের তাজপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়ে করতে আসা সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বর রুহুল আমিন (১৭) কে ১৫ দিনের আটক আদেশ ও বরের দাদা আব্দুল আজিজ (৬৫)কে ৬ মাসের  কারাদন্ড দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী অফিসার জানান, রাত ০১ টার  পরে বাল্য বিবাহ দেওয়ার জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছিলো এই দুই পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা কারায় বিয়ে বন্ধ করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে রাতেই  গ্রেফতার কৃতদেরকে বাল্য বিবাহ আইন ২০১৭ এর ধারা অনুযায়ি কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।