• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বেগুনি সুন্দরীতে স্বপ্ন দেখছেন ঠাকরগাঁওয়ের শহীদুল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

বেগুনি রঙের নতুন জাতের সুন্দরী ধান পরীক্ষামূলকভাবে আবাদ করছেন বড়গাঁও ইউপির কৃষক ডা. মো. শহীদুল হক। ব্যতিক্রম এই বেগুনি ধানের ক্ষেত দেখে থমকে দাঁড়াচ্ছেন মানুষ। কৌতুহলবশত এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করছেন সেখানে।

নারগুন ইউপি থেকে দেখতে এসেছেন রফিকুল ইসলাম। তিনি জানান, এই ধানটির ব্যাপারে শুনেছেন তার এক বন্ধুর কাছে। তাই তিনি দেখার জন্য এসেছেন। পরবর্তীতে তিনিও বীজ সংগ্রহ করে চাষ করতে আগ্রহী বলে জানান। 

সূত্র বলছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউপিতে প্রথমবারের মত চাষ হয়েছে বেগুনি রঙের ধান। এই ধানের চাল সুগন্ধি যুক্ত স্বাভবিক চালের মত। প্রতি বিঘায় (৫০ শতক) ৩০-৩৫ মণের মত ধান হয়। 

ডা. মো. শহীদুল হক জানান, এই ধানের বীজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে দুই হাজার টাকায় এক কেজি বীজ সংগ্রহ করেন তিনি। ক্ষুদ্র পরিসরে আবাদ করে বীজ করার পর বড় আকারে চাষের পরিকল্পনা আছে। আশা করছি বেগুনি সুন্দরী ধান চাষে স্বপ্ন পূরণ হবে।

ঠাকরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুর রহমান রহমান জানান, আমি শুনেছি এই ধরনের একটি ধানের আবাদ হচ্ছে। শিগগিরই তা পরিদর্শনে যাব এবং কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেব।