• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

`মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় ভবিষ্যত প্রজন্মকে ব্যস্ত রাখা গেলে তারা আর বিপথগামী হবে না। খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশে অনেক অবদান রাখে। এটি ব্যায়ামের একটি অংশ। তাছাড়া মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার দিনাজপুরে কাহারোল রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০১৯ ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। যাতে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে। দেশের প্রত্যন্ত গ্রাম এলাকায় ফুটবল খেলার নিয়মিত চর্চা অব্যাহত থাকলে ফুটবলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে। এখান থেকেই হয়ত আগামীতে একজন ম্যারাডোনা কিংবা একজন মেসি বেরিয়ে আসবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন ডাবোর ইউনিয়ন বনাম রামচন্দ্রপুর ইউনিয়ন। ১-৪ গোলে রামচন্দ্রপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউল আযম ও কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী।

শেষে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলে মাঝে ট্রফি প্রদান করেন এমপি গোপাল।