• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে মন্ডপে মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  ধর্মীয় উৎসব দূর্গাপূজার প্রস্তুতি । দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমা শিল্পীরা দিনরাত  পরিশ্রম করে ফুটিয়ে তুলছেন দেবী দূর্গার এক একটি রূপ। মন্দির ও মন্ডপগুলোতে চলছে সাজসজ্জার  ব্যাপক আয়োজন। ঠাকুরগায়ে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা দেখে বোঝা যায় হাতে আর বেশী সময় নাই  শারদীয় দূর্গাপূজার।  আর তাই শিল্পীর হাতের ছোয়ায় একটু একটু করে যেন জীবন্ত হয়ে উঠছেন দুর্গতনাশিনী দেবী দূর্গা। 

দীর্ঘ ৬ মাস ধরে কাজ করে এখন প্রায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। দুই এক দিনের মধ্যে শুরু হবে রংয়ের প্রলেব ও অঙ্গসজ্বার কাজ। মনের মাধুরি রং তুলির আচরে মা দূর্গাকে সাজাবে প্রতিমা শিল্পীরা। চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ৪৫৯টি পূজা উদযাপন হবে যা গত বছরের চেয়ে ৪ টি বেশী।

তবে প্রতিমা তৈরি উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও কাঙ্খিত মূল্য পাচ্ছেনা বলে অভিযোগ কারিগরদের। কারিগর দিপু চক্রবর্তী জানান,বাঁশ,খড়,মাটি সহ সব উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই পরিশ্রম আনুযায়ী আমারা ন্যায্য দাম পাই না। 

উপেন চন্দ্র জানান,বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতেই তারা এই পেশায় এখনো নিয়োজিত রয়েছেন। তবে নায্য পারিশ্রমিক না পেয়ে আনেকেই এ পেশা ছেড়ে নিচ্ছেন। তিনি বলেন সরকারের সহযোগীতা পেলে ভালো হতো। 

পূজা উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  অরুনাংশু দত্ত টিটো। তিনি জানান, ঠাকুরগাঁও জেলা শান্তির জেলা। এখানে সকলের সহযোগিতায় দূর্গোৎসব পালিত হয়ে থাকে। উৎসব মূখর পরিবেশে দূর্গা পূজা পালনের লক্ষ্যে এরই মধ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ,আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রতিটি মন্ডবে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে  সিসি ক্যামেরা পাশাপাশি  পুলিশ আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে বলে  জানিযয়েছেন  জেলা পুলিশ।