• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ৩৩৩-এর প্রচারণায় ডিসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

ফরিদপুরে তথ্য, সেবা ও অভিযোগের প্রতিকার ও বাস্তবায়নের জন্য কল সেন্টার ৩৩৩-এর প্রচারণা চালিয়েছেন ফরিদপুরের ডিসি অতুল সরকার। 

বুধবার সকালে ডিসির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে ডিসি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে ২০১৮ সালের ১২ এপ্রিল থেকে দেশে কল সেন্টার ৩৩৩ ও প্রবাসী নাগরিকদের জন্য ০৯৬৬৬৭৮৯৩৩৩ চালু হয়েছে। এসব নম্বরে কল করে সরকারি সেবা পাওয়ার পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, পর্যটক আকর্ষণের স্থানসমূহ, বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য, ইসলামিক মাসআলা-মাসায়েল, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, আবাহাওয়া তথ্য, নিরাপদ অভিবাসন তথ্য ও অভিবাসনে প্রতারণার শিকার হলে অভিযোগ জানানো যাবে। 

ডিসি আরো বলেন, তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিক ডিসি ও ইউএনওদের অবহিত করতে পারছেন। তবে বিষয়টি সঠিকভাবে জানতে না পারায় সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। এ জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  ডিসি বলেন, আড়াই মাসে ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে মাত্র ১০টি অভিযোগ পেয়েছি। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ সদস্য। সম্মেলনে ৩৩৩ কল সেন্টার ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফরিদপুরে নানাবিধ আর্থ-সামাজিক সমস্যার বিষয়ে মতামত ব্যক্ত করেন ডিসি। এ সময় ডিসির পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত ডিসি (সার্বিক) রোকসানা রহমান।