• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত তলিয়ে যাচ্ছে ফসল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলায় ২৬, তিস্তায় ১২ ও ব্রহ্মপুত্রে ১০ সে. মিটার পানি বেড়েছে। ফলে নদ-নদীর কাছাকাছি নিচু এলাকা ও চরাঞ্চলের আমন, বাদাম ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে।

উলিপুর উপজেলার হাতিয়া, বজরা, থেতরাই, রাজারহাটের বিদ্যানন্দসহ চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙনে আবাদী জমি ও বসতভিটা বিলীন হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।