• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পরীক্ষায় অসদুপায় অবলম্বন; নীলফামারীতে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

নীলফামারীতে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া শহরের আলিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে তাদের বহিষ্কার করে।

কেন্দ্র সচিব ও নীলফামারী আলিয়া ফাযিল মাদরাসা অধ্যক্ষ একরামুল হক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজকে গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ হওয়ার ২৫ মিনিট আগে ইউএনও কেন্দ্রের একটি কক্ষে ৪ শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের সময় হাতে নাতে আটক করেন। তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।