• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশঃ এমপি গোপাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

‘সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ’ এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিকভাবে সমঅধিকার রয়েছে। এটি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আসন্ন। এই উৎসবে কোন কুচক্রি মহল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

২০ সেপ্টেম্বর শুক্রবার বীরগঞ্জ উপজেলা মহানামযজ্ঞানুষ্ঠান প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি গোপাল।

এমপি গোপাল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মীয় উপসানলয়ে আর্থিক অনুদান দিয়ে আধুনিকায়ন করছেন। তারই ধারাবাহিকতায় দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল) ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাই সকলকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। 

বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ গোবিন বর্মন,  বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সদস্য সচিব রতন সিং। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন  সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার কর্মকর্তা সাকিলা পারভীন, মহানামযজ্ঞানুষ্ঠান সভাপতি গিরিজা নাথ দাস, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মল্লিকা দাস, কাহারোল উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজেন্দ্র দেবনাথ, বিষ্ণু মন্দির সেবায়েত নিত্যান্দ সাহা, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, পূজা উদযাপন কমিটি সাবেক সভাপতি বিমল চন্দ্র দাস, মোহনপুর ইউপি সাবেক চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, শিবরামপুর ইউনিয়নের চেয়রম্যান জনক চন্দ্র রায়। 

শুক্রবার সকাল ১১ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলন উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক সদস্য সুনীল চক্রবর্তী। সম্মেলনে বীরগঞ্জের ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব দীপঙ্কর রাহা বাপ্পী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়কে সভাপতি ও দীপঙ্কর রাহা বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন হয়।