• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানী অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

স্থলবন্দরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের উদ্যোগে সোনাহাট স্থল বন্দর সভাকক্ষে গণশুনানী অনুষ্ঠানে শুনানী করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) আলাউদ্দিন ফকির। 

এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক মাহফুজুর রহমান, সহকারি পরিচালক গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কাস্টমস কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশ, আমদানি-রপ্তানীকারক সমিতি, জনপ্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

গণশুনানীতে অতিরিক্ত সচিব আলাউদ্দিন ফকির বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে দেশের প্রতিটি স্থল বন্দরে গণশুনানীর উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, আমরা ইতিমধ্যে অনেক বিষয়ে সাফল্য অর্জন করেছি। এ সফলতা ধরে রাখতে সকলকে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

এসময় তিনি স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট সকলের অভিযোগ ও মতামত শোনেন এবং তা প্রতিবেদন আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে  জানাবেন বলে জানান।