• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

উলিপুরে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে একটি সিন্ডিকেট চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ল্যাপটপ প্রদানের কথা বলে ৬৪ হাজার হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় শিক্ষা বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার (০১৭৭৪৪৩৪২৫৭) থেকে গত শুক্রবার উপজেলার বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে সরকারীভাবে ল্যাপটপ প্রদানের কথা বলে ৮ হাজার করে টাকা দাবী করে। বিষয়টি দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের সন্দেহ হলে তিনি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত শনিবার রাতে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, চক্রটি ইউএনও স্যার এবং আমার মোবাইল নাম্বার(০১৭১২৬৩৭০৪৪) ক্লোন করে উমানন্দ উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর বাজার দাখিল মাদরাসা, বড় মহিষমুড়ি মাদরাসা প্রধানের কাছ থেকে প্রতিষ্ঠান প্রতি ৮ হাজার করে ২৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় এবং মালতিবাড়ি দিগর উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের কাছ থেকে একই কায়দায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেন বলে প্রতিষ্ঠান প্রধানগণ জানান।

উলিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, গত শনিবার ইউএনও মহোদয় একটি জিডি করেছেন। তদন্ত করে চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, এঘটনায় তার সন্দেহ হলে তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন।