• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

হাবিপ্রবিতে আইকিউএসি এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “Preparation Of Creative Questions And MCQ In Higher Education.” এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন হাবিপ্রবির আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

উদ্বোধনি অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, সৃষ্টিশীল প্রশ্ন নকল প্রতিরোধে অনেক সহায়ক হবে। তিনি বলেন এক্ষেত্রে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকেও এসব দিক দিয়ে এগিয়ে যেতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে ক্লাশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাইদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।