• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে প্রস্তুত ৭০ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়। এরমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্রে নির্ধারণ, ৭০ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা সভাও।

রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, রংপুরে ৬ টি আসনে এবার ভোটার সংখ্যা ২১ লাখ ৩৪ হাজার ৩ শ ৭৫ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮ শ ৪৪ টি। কক্ষের সংখ্যা ৪ হাজার ২ শ ৩৬ টি। পুরুষ ভোটার ১০ লাখ ৫৯ হাজার ৭ শ ৫৮ জন। আর মহিলা ভোটারের সংখ্যা ১০ লাখ ৭৪ হাজার ৬ শ ৭১ জন। ভোট কক্ষের সংখ্যা পুরুষ ১ হাজার ৯ শত ২৬ টি আর মহিলা ভোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩ শত ১০ টি।

কুড়িগ্রাম জেলার ৪ টি আসনে ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬শ ৭৪ জন । কেন্দ্রের সংখ্যা ৬শ ৯৭ টি আর কক্ষের সংখ্যা ৩ হাজার ২শ ২১ টি। পুরুষ ভোটার ৭ লাখ ৬০ হাজার ৬ শ ৭৮ জন আর মহিলা ভোটার ৭ লাখ ৮৫ হাজার ৯ শ ৯৬ জন। ভোট কক্ষের সংখ্যা পুরুষ ১ হাজার ৪ শত ৪৮ টি আর মহিলা কক্ষের সংখ্যা ১ হাজার ৭ শত ৭৩ টি ।

গাইবান্ধার ৫ টি আসনে ভোটার ১৭ লাখ ৮৪ হাজার ৫ শ ৪৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬ শ ৪ টি। কক্ষের সংখ্যা ৩ হাজার ৫ শ ২ টি। পুরুষ ভোটার ৮ লাখ ৯ শ ৬৫ জন । মহিলা ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৩ শ ৮৩ জন। ভোট কক্ষের সংখ্যা পুরুষ ১ হাজার ৬ শত ৪ টি অপরদিকে মহিলা কক্ষের সংখ্যা ১ হাজার ৮ শত ৯৮ টি ।

নীলফামারী ৪ টি আসনে ভোটার সংখ্যা ১২ লাখ ৮৮ হাজার ৬শ ১৮ জন। ভোট কেন্দ্রর সংখ্যা ৫শ ৯ টি। ভোট কক্ষ ২ হাজার ৬শ ৬০টি। পুরুষ ভোটার ৬ লাখ ৪৭ হাজার ১শ ৪৭ জন। আর মহিলা ভোটার ৬ লাখ ৪১ হাজার ৪ শ ৭১ জন । ভোট কক্ষের সংখ্যা পুরুষ ১ হাজার ২ শ আর মহিলা ১ হাজার ৪ শত ৬০ টি ।

লালমনিরহাট জেলার ৩ টি আসনে ভোটার ৯ লাখ ১৫ হাজার ৭ শ ৮৮ জন। ভোট কেন্দ্র ৩ শ ৬২ টি আর কক্ষ ১ হাজার ৮ শ ৩১ টি । পুরুষ ভোটার ৪ লাখ ৫৭ হাজার ৬ শ ৪৫ জন। মহিলা ভোটার ৪ লাখ ৫৮ হাজার ১ শ ৪৬ জন । ভোট কক্ষের সংখ্যা পুরুষ ৮ শত ৫৭ টি । মহিলা ৯ শ ৭৪ টি।

পঞ্চগড়ের ২ টি আসনে ভোটার সংখ্যা ৭ লাখ ১৩ হাজার ৬ শ ৪৮ জন। ভোট কেন্দ্র ২ শ ৮৬ টি আর ভোটের কক্ষ রয়েছে ১ হাজার ৩ শ ৮৭ টি। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৭ হাজার ২ শ ৬৫ জন। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৩শ ৮৩ জন। ভোট কক্ষের সংখ্যা পুরুষ ৬ শত ৫৪ টি ও মহিলা ৭ শত ৩৩ টি ।

ঠাকুরগাও ৩ টি আসনে ভোটার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ১শ ৭৬ জন। ভোট কেন্দ্র ৪শ টি । ভোট কক্ষ ১ হাজার ৮শ ৩৩টি। পুরুষ ভোটার ৫ লাখ ২ হাজার ৭ শ জন। মহিলা ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪শ ৭৬ জন । ভোট কক্ষের সংখ্যা পুরুষ ৮শত ২৩ টি। মহিলা ১ হাজার ১০ টি। দিনাজপুরের ৬ টি আসনে এবার ভোটার সংখ্যা ২২ লাখ ৬ হাজার ৪শ ৪০ জন। ভোট কেন্দ্রর সংখ্যা ৭শ ১০ টি। ভোট কক্ষ থাকবে ৪ হাজার ২শ ৬৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬ হাজার ৮৬ জন । মহিলা ভোটার ১১ লাখ ৩ শ ৫৪ জন। ভোট কক্ষের সংখ্যা পুরুষ ২ হাজার ৬ টি মহিলা ভোটার কক্ষ ২ হাজার ২ শত ৫৭ টি।

এ ব্যাপারে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনের সব প্রস্ততি প্রায় সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনের ব্যাপারে প্রতিদিন কর্মকর্তাদের নিয়ে মিটিং করছি যাতে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।

অন্যদিকে নির্বাচনের সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক বলেন, একটি উৎসবমুখর ভোট উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠকও সম্পন্ন করেছে। আমরা প্রস্তত আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব কাজ শুরু করেছে বলে জানান তিনি।

অপরদিকে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ প্রস্তত আছে। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী কাজ করে যাব।