• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩ টাকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। আর তা প্রভাব ফেলেছে দামের ওপর। ফলে কেজিতে ৩ টাকা করে কমেছে পেঁয়াজের দাম।  বর্তমানে ৫১ টাকা থেকে ৫৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কিছুদিন আগেও ভারত থেকে প্রতি টন পেঁয়াজ প্রকারভেদে আড়াইশ’ থেকে ৩শ’ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হত। তবে ভারত সরকার গত ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রফতানি মূল্য তিনগুণ বাড়িয়ে টন প্রতি ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করে। মূলত এরপর থেকেই দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। বাড়তি দামে পেঁয়াজ আমদানির কারণে বন্দর দিয়ে আমদানির পরিমাণও কমে আসে।

তিনি জানান, বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১২ থেকে ১৩ ট্রাকে ২৭০ থেকে ২৯০ টন পেঁয়াজ আমদানি হলেও চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। এখন প্রতিদিন ২১ থেকে ২২ ট্রাকে ৪৫০ থেকে ৪৯০ টন পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।