• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

নীলফামারী সদরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রনি ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় গত ৫ বছর আগে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

বুধবার (১১ জুন) রাতে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত রনি ইসলাম সদরের চড়চড়াবাড়ী রামনগর এলাকার আব্দুল লতিফের ছেলে।

র‍্যাব ১৩ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৭ বছর আগে ওই শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর ফলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিভিন্নভাবে হুমকি দেন। ভুক্তভোগী স্বজনদের বিষয়টি জানালে তারা গ্রাম্য সালিশে গর্ভপাত করতে ভুক্তভোগীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। গর্ভপাত না করায় জন্ম হয় একটি কন্যা সন্তানের। তার পিতৃপরিচয় পাওয়ার আশায় ভুক্তভোগীর বড় বোন ২০১৯ সালে সদর থানায় মামলা দায়ের করেন। এতে দীর্ঘদিন পলাতক ছিলেন অভিযুক্ত রনি। পরে র‍্যাব-১৩ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।