• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

“তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ” রক্তদিন জীবন বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার মোগলহাটের জিনিয়াস প্রি ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা পরিবারের আয়োজন ও সেচ্ছায় রক্তদান-বিউটিফুল লালমনিরহাট এর সহযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন এর ছাত্র-ছাত্রী ও এলাকার বিভন্ন মানুষ সহ মোট ২৩৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় এর মাধ্যমে এলাকার সকল যুব সমাজ ও তরুণদের রক্তদানে আগ্রহী ও রক্তদানের বিভিন্ন উপকারিতা ও অপকারিতা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানবসেবা পরিবারের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, নুরুন্নবী ইসলাম নয়ন, সেচ্ছায় রক্তদান -বিউটিফুল লালমনিরহাট এর সভাপতি হীরা চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম শাকিল, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তমাল, শিবু, জাকির, বৃষ্টি, মেধা, নুসরাত, মানবসেবা পরিবারের সকল সদস্য সহ এলকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।