• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

জুবিলী উচ্চ বিদ্যালয়ে পাইথন প্রোগামিং প্রশিক্ষণ উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় জুবিলী উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দিনাজপুর জেলাকে প্রযুক্তিশীল জেলায় রুপান্তরিত করার জন্যে “শিশুরা এখন প্রোগ্রামার, ডিজিটাল বাংলাদেশ সময়ের ব্যাপার” এই স্লোগানকে  সামনে রেখে “‘ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট অব বাংলাদেশ”, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পদার্থ বিজ্ঞান ক্লাব এবং “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৭” প্রাপ্ত সংগঠন স্বদেশসহ সন্মিলিত ভাবে দিনাজপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক ( ষষ্ঠ থেকে দাদ্বশ ) শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পাইথন প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলিমুল্ল্যাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল ইসলাম, ইনফারমেশন টেকনোলজি ইনস্টিটিউট অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ আল মাহাবুব রাহুল, মোঃ মাহফুজ হোসেন প্রধান। নূরজাহান আলিয়া মাদ্রাসার ল্যাব এসিসটেন্ট লিমা আক্তার প্রমূখ।