• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে বন্যা সতর্কীকরণ মহড়া অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামে বন্যা সতর্কীকরণ সংকেত প্রচারের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দুধকুমর নদীর পাড়ে স্থানীয় অধিবাসীদেরকে নিয়ে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মোয়াজ্জেম হোসেন।

যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন,  কোরিয়ান ইন্টারন্যাশনাল এজেন্সির প্রতিনিধি আরিয়ুম জো, ডব্লিউএফপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার  সিদ্দিকুল ইসলাম খান, ফ্রিল্যান্স কনসালটেন্ট মলয় চাকী, গুড নেইবারস বাংলাদেশ’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস প্রমূখ। অনুষ্ঠান উপলক্ষে সরকারের বিভিন্ন সেবা সংগঠনগুলো স্টলের মাধ্যমে তাদের দূর্যোগকালীন ব্যবস্থাপনা ও কার্যাদি তুলে ধরেন।   

কোরিয়ান ইন্টারন্যাশনাল এজেন্সির অর্থায়নে বিশ্ব খাদ্য সংস্থা’র কারিগরি সহযোগিতায় গুড নেইবারস বাংলাদেশ যাত্রাপুর ইউনিয়নে ১ হাজার ৪৫৯জন বেনিফিসিয়ারীকে নিয়ে দূর্যোগে সক্ষমতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করছে।