• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

দেবীগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পৃথক দুই কমিটি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪  

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পৃথক দুইটি কমিটি গঠন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন। অভিযুক্ত ওই শিক্ষিকার নাম হাছনা বেগম। তিনি গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, অপেশাদারিত্বের অভিযোগ আনেন ওই বিদ্যালয়ের সহকারী চার শিক্ষিকা ও সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহেদুল ইসলাম দুলাল। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৬ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেন।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারীতা, অসদাচরণ ও অনিয়মের ব্যাপারে সময়ের কণ্ঠস্বরে একটি সংবাদ প্রকাশিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাছনা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।

একই বিদ্যালয়ে ২৫ বছর ধরে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করায় এবং বাসার কাছে বিদ্যালয় হওয়ায় স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠে হাছনা বেগমের বিরুদ্ধে। একই সাথে শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের সাথে অসদাচরণ, স্লিপের বরাদ্দ নয়ছয়, বিদ্যালয়ের বাঁশ কেটে নেওয়া এবং পুরনো দোলনা, গ্রিল বিক্রির মতো গুরুতর অভিযোগ তোলেন অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।